নীলাঞ্জনা আসলে তুমি কোথায় আছো?
তোমাকে খুঁঁজে চলেছি আমি;
সেই দিন থেকে আজও।
চেনা অচেনা কতো পথে,
রাস্তার মোড়ে আর ঐ শপিং মলে।


কিন্তু না! পেলাম না আজও তোমায়,
তুমি কোথায় হারিয়ে গেলে?
হারিয়ে গেলে তুমি কোথায়?
নীলাঞ্জনা তুমি কোথায়?


খুঁটে খুঁটে খুঁজে মরি ঐ পুরাতন
ডায়রীর  পাতায় পাতায়
-তোমার‌ই ঠিকানার খুঁজে
যা ছিল আজও অজানা।


না! পেলাম না কোথাও আজও,
তোমার ঐ ঠিকানা খানা !
জানি শুধু ৪২ নম্বর তুমি
কলেজের খাতায়।


বহুদিন পর! হ‍্যাঁ বহু বছর পর!
পেয়েছি তোমার একমাত্র চিঠি খানা ।
কি লেখা তাতে ছিল,
পড়া নয় সম্ভব।


কলমের কালি চুষে নিয়েছে কাগজ,
কালো সাদা মিলে ছিল অপাঠ‍্য বেশ।
শেষে শুধু গেল পড়া,
ইতি
তোমার নীলাঞ্জনা।


★মধু মঙ্গল সিনহা★