অংশকূটের মাংস বাড়ে,
      অঁটা দিয়ে দেখ!
অকল তুমি রয়ে গেলে,
      অকৃতধী শুধু আমি!
অক্রীত আজ তব যৌবন,
অক্লিন মুখে তাকায় কেমন?
অক্ষর চঞ্চু হস্ত তব,
      অখিন্ন বর্ণমালার ঘরে।
অখিল জোড়ে খোঁজি তোকে,
   অগুপ্ত তব হৃদয় মণি!


             ০৫/০৫/২০১৭
              ধর্মনগর,ত্রিপুরা
                    ভারত