গকুলানন্দ গীতিস্বামীর
জন্মতিথি উৎযাপনে-
গেলাম কবি দুই জনে;
কৈলাশহর গাড়ি চড়ে।

কাটল ভালোই সারাদিন
কবিতা পড়া ছবি তোলা,
বক্তব্য রাখা গল্প করা-
ভেসে যাই গুণ গানে!

ফেরার পথে সন্ধ্যা হলো,
গাড়ি ঘোড়া কোথায় পাই?
ফিরতে হবে যেমন করেই,
ফেরার কোন গাড়ি  নাই!

একটা এলো মালের গাড়ি
অনুরোধ করে তাতেই চাপি,
বসার মোদের জায়গা নাই,
বন্ধু কবি কোলে তাই!
     ----------///----------


নিজ বাসভবন, ধ‍র্মনগর
   উত্তর ত্রিপুরা, ভারত
তাং: ২৬/১১/২০১৭ ইং
৯ই অগ্ৰহায়ণ;১৪২৪ বাং
       রাত:০৯.৫০