ঘুমের ঘরে ঘুমিয়ে যাবো যে দিন
ক্লান্ত দেহে কোন অজানা প্রান্তরে।
ডাকিও না তুমি মোরে;
আর অনন্ত বিরহ লয়ে!


চাদরের আদর দিও না তুমি আর,
দিও না তুমি ঐ সুহাগীর স্নেহ।
মিলনের গানে শুনি আজ ক্ষণে ক্ষণে,
বিষাদ ভরা বিরহ।


শুনি কেন আজ ঐ-
কাল-বৈশাখীর ঝড়ো হাওয়ার-
ভৈরবী নৃত্যের রুদ্র ঝঙ্কার?
সন্ধ্যা থেকে সকাল গড়িয়ে বিকাল,
কেমন কাটে মোর এই কারারুদ্ধ;
অপরাধী জীবন!


শান্তি কিবা মোর নিশা নিদ্রা তে,
আমন্ত্রিত আমি আজ  চির নিদ্রায়!
চির শান্তির তরে -
জীবন নদীর অতল গহ্বরে।
তুমি থেকে যাও! শরৎ এর কাশফুল
আমার টেবিলে রাখা ফুলদানিতে।