পাতায় পাতায় ঝরে আজ বৃষ্টি,
করবে নিশ্চয় কোন নূতন সৃষ্টি।
ধুসর আকাশে মোহিত বাতাসে,
চাতকেরা উড়ে দূরের আকাশে।
তৃষ্ণার্থ যারা রোদের ধাবদাহে,
আনন্দিত তারা বৃষ্টি অবগাহে।
ভাঙা সুপারি গাছের ঐ মাথায়,
একা শালিখের ডানা ঝাপটায়।
হাসে আজ ঝিঙের হলুদ ফুল,
প্রস্তুত হয়েছে যেন ধরতে ফল।
ভালো লাগে মোর এ ঝরা বৃষ্টি,
আরো ভালো লাগে তার সৃষ্টি।


      ২৪/০৬/২০১৭ইং
    ৯ম আষাঢ়, ১৪২৪বাং
    নিজ বাসভবন,ভারত
          উত্তর ত্রিপুরা