চোখের কোণে জমে আছে,
কালো কালির ছায়া,
ভাবনার ভারে নত,
মনটা বড়ো ক্লান্ত।


হাসি ঠোঁটে ফুটে না আর,
কান্নাও আসে না,
শুধু মুখের দিকে তাকিয়ে,
মনটা হতাশ থাকে।


জীবনের পথে এসেছে,
অনেক ঝড়ঝঞ্ঝা,
সব আশা ছেড়ে দিয়ে,
বসে আছে হতাশ মন।


কিন্তু জানি কেন,
এই অন্ধকার চিরকালের নয়,
আবারও উঠবে সূর্য,
আলো ফুটবে জীবনে।


চোখের কোণের কালি,
ধুয়ে যাবে একদিন,
হাসি ফিরে আসবে ঠোঁটে,
গান গাবেই মন।