বিদ‍্যাসাগর তুমি দয়ার সাগর,
গর্বিত মোরা বিশ্ব মানবজাতি,
ধন্য মোরা যে তোমার অনুচর।
মানবতা ও স্নেহের সাগর তুমি,
তুমি যোগ পুরুষ বিদ‍্যার সাগর।
কখনো আবার প্রশ্ন জাগে মনে,
জন্মেছে কি কেউ এই ত্রিভুবন,
তুলনা করিব যারে তব কিরণে?


ধন‍্য মাতা তুমি স্নেহময়ী ভগবতী,
আকাশের রবি যেন এনেছ ধরি।
মানুষের কাজে  তোমার কোলে,
দান করেছ সেই তুমি অকাতরে।
মানুষের তরে ঐ দুটি হাত ভরে,
রচিলে তুমি যে অলঙ্ঘ্য হিমালয়,
লঙ্ঘিতে নারে তা আজও কেউ!