ঝড়ো হাওয়া তুমি উন্মাদ
হয়ে গেছ আজ অকারণে!
রৌদ্র রুপে অধিক্রম করো,
ভেঙে ছিড়ে চুরমার করো!
ভেঙে ফেল তুমি মগডাল,
আম-কাঠাল বা অন্য কিছু।
অধিলোকে লুটে পড়ে তারা,
মনে হয় যেন তা ছন্নছাড়া।
উন্নত তরুরাজী লজ্জাছাড়ি,
লুটিছে ভূতলে দেখো তুমি।
অধোবদনে নিশ্চুপ তরুরাজ,
অধ্বজ আজ বৈশাখী ঝড়ে।
      
০৬/০৫/২০১৭
  ধর্মনগর,ত্রিপুরা
          ভারত