আমরা আধুনিকতার স্পর্শে উজ্জীবিত প্রাণে,
নতুন আশ্বাস-বিশ্বাস আর পরিধানে।
সমাজ সভ‍্যতা আর উন্নতর বি‍‍জ্ঞানে;
দৌড়ে চলেছি রাজপথে ঐ মহানগরীর পানে।
আস্তাবলে নেই আজ ঘোড়া,
দেখা যায় শুধু উন্মত্ত শালিখেদের জোড়া।
ডাক বাক্স গুলি পড়ে আছে খালি,
অভিমানের ঝুলি ডেকে দিল রাস্তার বালি।
মা বাবা পাল্টে গিয়ে মাম্মী ড‍্যাডি এল,
নমস্কার পাল্টে হ‍্যান্ডসেক দিল।
পড়া লেখার ব‌ই ফেলে ফেসবুক খুলে,
রাত জেগে কথা নাকি মন খুলে বলে!
চুড়িদার ফেলে মেয়ে জীন্স পেন্ট নিল;
মাঝে মাঝে কেটে বলে এবার কেমন হল?
তবু বলি তাতে আজ নেই কোন ক্ষতি,
মেয়ে তারা পেল আজ বাঁধ ভাঙা গতি !