আজ আমি বড় একা
অতি ঘোর অন্ধকারে,
দিন দুপুরে সূর্য নাহি হেথা,
রাত্তির বেলায় নাহি চাঁদ।
আমি একা বসে থাকি
বসে বসে হ‌ই অবসাদ।
দূরে কোথাও জোনাকী দেখি,
দেখি পাতা বাহারের গাছ।
স্বপ্ন দেখি খোলা চোখে,
আনন্দিত মনে।
তবে কেন- "জোনাকী তুমি,
উড়ে গেলে দূর বনে"?
কাছে এলো না সে-
ধীরে ধীরে দূরে গেল;
দূরে বহু দূরে!
আবারও অন্ধকার এলো,
মনে হয় সারা পৃথিবীটাই কালো,
অন্ধকার!আর গুট গুটে কালো!
গোলাকার আলোময় চাঁদ তুমি ক‌ই
‌ক্ষণে ক্ষণে মনে মনে কষ্ট কেন পাই?
চাঁদ তুমি হারিয়ে গেলে,
নাকি আমি হারালাম নিজে;
-জীবনের মতো!
বেঁচে থাকলেই বুঝি,
"চাঁদ" তোমার বড়‌ই প্রয়োজন হয়!