আমার সবাই গাহিব মিলন সঙ্গীত,
ভুলি‌য়া সকল ঐ বিভেদের ইঙ্গিত।
যারা ভাইয়ের রক্তে হোলী খেলে,
গায়ে দিয়েছে তারা নামাবলী মেলে।
খালি হয়ে ছিল বিধবা মায়ের কোল,
মুক্তি পায়নি ঐ পাহাড়ের বন কুল।
তবে কেন ঐ নির্লজ্জ মানুষ গুলো,
পোষাকে সাজে যেন ধপ ধপে তুলো।
ওরা কি বুঝেছে নিজেদের ভুল,
নাকি আবারও ভুলের‌ই কোন ছল!