পূবে উঠা সূর্য খানা
ক্লান্ত হয়ে শুয়ে পরে
পশ্চিমের ঐ কালো
পাথরের পাহাড়ের কোলে।
আমি দাঁড়িয়ে আছি
এই সন্ধ্যায় তুমি আসবে বলে,
একা এই অন্ধকার  
প্লেটফর্মে স্বপন কুলির সাথে।
সে সাদা টিপতে টিপতে বলে,
"কাহ ভাইয়া,রাম রামজী!
ক‌ই আনে ওয়ালাহে ক‍্যায়া।
ট্রেন আবিতক বহুত বাকী,
রাত দুবাজে আনেওয়ালা হ‍্যা!"