আমি জীবনের সাগর তীরে,
কত ছবি আঁকি বালুকার 'পরে।
      কত পাখি,প্রজাপতি
     চেনা কারো প্রতিচ্ছবি।
শীতল হাওয়া লাগলো প্রাণে,
    ভাসলো হৃদয় ভাটার টানে।


  হঠাৎ বুঝি এলো ঝড়ো হাওয়া,
পেছন পানে করল মোরে ধাওয়া।
    মুছে দিল আমার আঁকা ছবি,
  মনের শোকে আবার বসে ভাবি!