হোলির উৎসবে শুভেচ্ছা র‍ইল তোমায়,
আজিকের এই মনোরম ফাগুন বেলায়।
নানা রঙে সাঁজো তুমি প্রজাপতির মতো,
উড়ো তুমি ডানা মেলে আবিরের দোলায়।
আছি আমি বহু দূরে পথে কত‌ই অন্তরায়,
তবুও যেন পাশে আজ চোখের অন্তরালে।
তাই এবার বসে লিখে যাই কবিতার ভাষা,
মনের গহনে ইচ্ছে ছিল;ছিল জীবনের কথা!
এবারের দোলে আবিরের ছোয়া দেব প্রথম,
সকলের আগে তোমার ঐ কোমল দু'গালে।
তবু রাঙিয়ে দিও তুমি এ ব‍্যথিত হৃদয়খানি,
আপন মনে সবার আগে মনের ঐ আবিরে!
বদলে দিও তুমি বসন্তের‌ এ' উৎসবের দিনে
হৃদয় পাযাণেরে হোলীর নানা রঙিন রঙে।