-: অণু কাব্য -৪২০:-
মোহাম্মদ আলী চৌধুরী।
আহা হা হা কী যে লাগিছে ফুর্তি,হাসিনাকে দিইয়ে নাকেখত,
সরিয়েছে হাই কোর্টের মূর্তি, আল্লামা সফির দল হেফাজত।
ভবিতব্য কহে,সেদিন আর দূরে নহে,অপরাজিত বাংলা,রাজু ভাস্কর্য সহ;-
শেখ মুজিবের মূর্তি,শহীদ মিনার,সব ভেঙ্গে হবে ছারখার, আসিবে দাবী আলবত।
রচনা কাল:-
ঢাকা,২৬/০৫/১৭
রাত৯-১৫
★ আদর্শগতভাবে শেখ মুজিবরের মূর্তি রাখার কোনো নৈতিক অধীকার আর হেফাজতের নাই।