মাগো এ অবণীতে, তোমার উপরে কেহ নেই।
তুমি আছ হৃদয়ের অন্তস্থলে।
তোমার কথা মনে হলে,
ব্যথা অনুভব হয় অন্তরে;
ভয় হয় তোমাকে হারাই বলে।


মাগো এ ধরণীতে,  তোমার অভিপ্রায় কেহ নেই।
তুমি আছ আমার সারা অঙ্গ জুড়ে।
আমার স্বাচ্ছন্দ্যে, মনস্তাপে,
তুমি দীপ্তি অভিপ্রায় নিবিষ্ট হয়েছিলে।
কখনো বুঝতে দে্ওনি মা,
আমার দৈন্যকে।


মাগো এ পৃথিবীতে, তোমার মত বুদ্ধিমতী কেহ নেই।
তুমি আছ সারা দেশ জুড়ে।
তুমি কত সুকৌশলে,
আমাদের পাঠিয়েছ পাঠশালে;
তোমার মান রাখবো বলে।