ভাতশালিকের শূন্য চঞ্চুর বার বার
লতারাজি খামচে ধরে


একফোটা শিশিরের জল ভাত শালিকের
তৃষ্ণাকাতর মনে আঁকে জলছবি ।


নীলে নীলে ভাসে পাখি
ঠোঁটে তার গুল্ম লতা
ঠাঁই খোঁজে অবশেষে
আগামী দিনের জন্য গড়বে সে নতুন
বাসা ।


ক্ষুধার্ত উদরে একফোটা শিশিরের
মেকি জল
হেঁটে হেঁটে একটুকরো স্বপ্নের অাঙিনায়
লহরী তোলে আপন সুরে
আদিগন্ত প্রহর ঘুমায় পলকে পলকে ।
ভাতশালিকের বাসা জুড়ে
ডেকে ওঠে স্বপ্নের শালিক শাবক ।


বালিয়াড়ী পথে হেঁটে চলে ভাতশালিক
ঠোঁটে করে জল আনে ।


পৃথিবীর পরিসরে সময় বদলায়
ভাতশালিকের শূন্য চঞ্চুর বারবার
লতারাজি খামচে ধরে ।