উল্লাসে মেতে আছে সবাই
অথচ ওরা বসে আছে সূর্যের অপেক্ষায়।
ক্ষুধার জ্বালা মেটাতে হবে
পেট ভরে ভাত খেয়েছিল সেই কবে।
এই পৃথিবীতে কি তাদের কেউ নেই
এরা কি নিপীড়িত হবে এভাবেই?
সূর্যের দিকে চেয়ে আছে অশ্রুমাখা চোখে
স্থান নেই এদের আমাদের বুকে।
নিখিল বিশ্বে এরা একা
বুকের ভেতরে কষ্টের রেখা;
আর মানুষ নামধারী পশুদের ঘৃণা।
এদের জন্য ভালোবাসাটাই
প্রকৃত ভালোবাসা
ওদের চোখে থাকবেনা জল
যদি থাকে আশা;
অসহায়দের সাহায্য করার সুন্দর মানসিকতা।