এখনো আলো জ্বলছে কারখানায়,
কেউ মানুষের খাদ্য তৈরী করে,
কেউবা মৃত্যুর সরঞ্জাম।
ছেলেগুলো ট্রাকের পিছনে
দৌড়াতে দৌড়াতে এসেছিল
ওদের ঘর নেই।
স্পষ্ট চোখ;এবং দেখছি বহুদূর থেকে
আত্মার ধ্বনি।
ধূলো পড়তে পড়তে
শেষবার মায়ের সাথে কথা বলে।
আগুন জ্বালিয়ে কেউ রাত পোহায়
কেউবা তার উপর দিয়েই হাঁটে
যদিও হিনজিরে অমার নাম লেখা।
প্রতিদিন দেখি ওদের;
কেউবা হারিয়ে যায়
লোকচক্ষুর আড়াল ওদের খোঁজে
বহুদিন ধরে।