কবিতা তোমাকে পাবার জন্য
ছুটতে ছুটতে আমি ক্লান্ত হয়েছিলাম,
শুধু তোমাকে পাবার জন্য
এতোদিন নারী ও রমণীহীন ছিলাম।
তোমার প্রেমে হয়েছিলাম আমি মগ্ন
তাই নারীপ্রেমের আসেনি কোন লগ্ন,
তোমার সান্নিধ্যে নির্দ্ধিধায় কাটিয়েছি
আমার সকল সকাল-সন্ধ্যা, রজনী
এতো প্রণয়, প্রেম আর সঙ্গমের পরও
উত্কৃষ্ট কাব্যের জন্ম হয়নি!
অথচ, কয়েক ন্যানু সেকেন্ড নারীপ্রেমে মজেছিলাম,
এখন আমি কবি।
আমার কলম থেকে অনায়াসে
শত সহস্র কবিতার জন্ম হয়!