গাইবান্ধার মঙ্গা নদী ভাঙ্গনের ফল
অতিকষ্টের জীবন ধারণ করে ফলায় ফসল,
কষ্টে আর দুঃখে জীবন তাদের চাকার অভাবে সচল
নদীর চরে জীবন তাদের চাকার অভাবে অচল।


গাইবান্ধারর মঙ্গা নদী ভাঙ্গনের ফল
২০২২ সালে মঙ্গা নেই হয়েছে বিকল,
কাজ আছে কষ্টের ভাত আছে নয়তঃ মাকাল ফল
হত দরিদ্র আজ উন্নতির দ্বার প্রান্তে কিনছে ফল।


গাইবান্ধার মঙ্গা নদী ভাঙ্গনের ফল
অতিকষ্টে সামলিয়েছে নানা ধকল,
ক্ষুদা আর দারিদ্র্য সামলে হয়েছে সফল
চোখে মুখে আশায় না দিগন্তে নতুন ফল।