ঈদের আনন্দ আসুক সকলের  ঘরে,
খুশির হাসিতে থাকুক সারাদিন ভরে।
প্রিয়জনের ভালোবাসায় ভরুক অন্তর,
আত্ন-ত্যাগ ও সহভাগিতায়
উপচে উঠুক জগত সংসার।
ঈদ  হোক সর্বজনার ,হিংসা- দ্বেষ ভুলে
বিধাতার শান্তি বর্ষুক, সর্ব মানবকুলে।