জীবন হল কচু পাতার পানি,
একটু খানি বাতাস বইলে,
একে বেঁকে গেলেই পড়ে;
ভর্তি কবর জানি আমি
জানো-গো তাহা তুমি।  


জীবন হল সময়ের দৌড়ঝাঁপ,
কাল ছিলাম যা, আজ তা নেই;
আজ  যা আশীর্বাদ,
কল্য তা অভিশাপ;
আছে সব, রবে না তুমি
মিছেই সব, অসারের  প্রেক্ষাপট।  


জীবন বলে লোকে যন্ত্রণা
পুড়ে মরে অপরে,
ছাই হই আমি ,
আজ, এখন, এই মুহূর্তে আছি;
কাল কি হবে তা জানিনা।


জীবন হল সীমাহীন যাত্রা,
আমি চলি, তুমিও আসবে;
একদিন স্মৃতিরা সবই পড়ে রবে;
ছায়ার মত সবই হারিয়ে যাবে;
রবে কি তোমার?
কি-ই বা আমার?
রবে কি কোন বিন্দুমাত্র?