রক্ত গোলাপ
– Md.Asaduzzaman Linkon
তোমায় প্রথম দেখার সেই ক্ষনে
ভালোবেসে ছিলাম সমস্ত হৃদয় উজাড় করে;
কপোলের ছোট্ট কালো টিপ
আমার সমস্ত সত্ত্বায় মিশে আছে সে রুপ।
তোমার উপমা ঠিক যেন প্রকৃতির মতো
চির সবুজ-সতেজ আর আনন্দে আত্নহারা
তোমায় এ দেখার শেষ কোথায়?
বলতে পারবোনা আমি
অনন্তকাল দেখেও এ দেখার স্বাদ মেটেনা।
তাইতো দেখেছি তোমায়
আমার হৃদয়ের সমস্ত মুগ্ধতা নিয়ে
সে কি মুখ ফিরিয়ে নেবে?
আমার বিমুগ্ধ আত্নাকে দেবে কি পূর্নতা?
যদি তা দেয় তবে –
তার খোঁপায় গুঁজে দেব দুটি রক্ত গোলাপ!