আকাশ থাকুক মেঘে ছেয়ে
হোকনা লম্বা ছুটি
বর্ষা জুড়ে থাকবো বসে
থাকব হয়ে জুটি।
শর্ত শুধু একটা বিকেল
থাকবে বৃষ্টি ছাড়া
তোমায় নিয়ে সবুজ ঘাসে
থাকবো পাগলপারা।
আকাশ যখন শরত ছায়ে
সাদা মেঘের বানে
কাশফুলেতে কাটবে বিকেল,
অলস সন্ধ্যা ক্ষণে।
অস্ত যাওয়া সোনার কিরণ
জ্যোৎস্না মাখা সাঁঝ সমীরণ;
হেমন্তরই হাওয়ায় ছুটে
কাজের অবকাশ
অকুল সময় পাথার পরে
বিনা কথার কাব্য পড়ে
সুরের মালা পরিয়ে দিয়ে
ভরাবো নিশ্বাস।