বিষন্ন মনের ইতিকথা-মোঃআসাদুজ্জামান লিংকন


তুমি আসনি বলে
প্রতিদিনের ভাবনায় মাতাল আমি,
প্রতিটি নিশিতে ঘুমহীন রাত জাগা
আবেগের ছোঁয়ায় কত বিরহ কাব্য লেখা।
কত বিষন্ন মনের ইতিকথা,
তবুও কেন নির্মম এই আবেগী পথ?
চাওয়াগুলো রয়ে গেল বাকির খাতায়
শুধু তোমাকে চিনতেই;
আমার আবেগ গুলো ক্লান্ত হয়ে যায়
আনমনে কিংবা অভিমানে।
সুথের স্বপ্নগুলো এলোমেলো হয়ে যায়
ভাবনাগুলো মিশে যায় শুধুই নিরবতায়।
অভিমানে রাত আর ভোর হয় না
না পেয়ে তোমার দেখা,
আজ শুধু বারবার মনে পড়ে তাকে
যাকে না পেয়ে হলাম ভীষন একা।