মুনাজাত-১


‌হে পরওয়ার‌দিগার,‌হে অামার রব
‌হে অামার সৃ‌ষ্টিকর্তা,‌হে অামার মহাশক্ত‌ি
‌তোমার এবাদত ক‌রি‌নি কোন
জা‌নি না কী নেকী ক‌রে‌ছি অা‌মি,কী অামার
বদী,অামার অামলনামায় কী লে‌খি‌তে‌ছে
‌কেরামান - কা‌তে‌বিন,যাই লেখুক
তোমার ফে‌রেস্তা হে মাবুদ ।তু‌মি সে অামলনামা
‌দেখিও না।অা‌মি‌তো কৃতকার্য হ‌বো না।
তুমি দয়া ক‌রিও মাব‌ুদ।তোমার দয়া ছাড়া
‌কেম‌নে হইব পার মুক্ত‌ি‌র পুল‌সেরাত।
বিচার ক‌রিওনা প্রভু গোনাহ অার ছাওয়া‌বের
বিচা‌রে,অামলনামা দিও প্রভু অামার ডান হা‌তে।


মুনাজাত-২


ম‌রিবার প‌রে অামা‌রে গোসল দিও,
মাবুদ‌গো তোমার ইচ্ছ‌ে জানার  কোন পদ্ধ‌তি
অামার জানা নেই। অামার ফ‌রিয়াদ টুকু জানা‌তে চাই
‌বেয়াদুবী মারজনা করিও,
‌হে পরওয়ারদিগার ধরলা নদীর কা‌ছে
অামার গোস‌লের জল নিও।



মুনাজাত -৩


মানু‌ষের দি‌লে মাবুদ‌গো তু‌মি
‌প্রেম দাও,দাও ভা‌লোবাসা
অাজ কাল মানুষের দি‌লে
শুধু ধূ - ধূ সাহারা। কী ক‌রে
চন্দ্র সূর্য প‌রিচালনা কর‌বে মাবুদ ?
এই সবুজ প্রকৃ‌তির কী প্র‌য়েজন ?
য‌দি অাশরাফুল মাকলুকা‌তের দি‌লে
‌প্রেম- ভা‌লোবাসা হ‌য়ে যায়-
উত্তপ্ত বালুকনা, কেমন‌ে তোমার অাদম
মুক্ত‌ি‌ পা‌বে, কেম‌নে তোমার অাদম
ন্যায় অার অন্যায় এর ফারাক কর‌বে ?
অাদ‌মের মুক্ত‌ি‌র পথ দেখাও মাবুদ
‌দি‌লে তার প্রেম দাও-
দাও ভা‌লোবাসা।