ভেবেছি,
একদিন তোমার কাছে যাব,
গ্রীষ্মের কড়া রোদনে
নাহয় গভীর নির্জনে।
বিষাদের গহীন বিস্তার,তোমায় দেখাব।
*
আচমকা মনে পরে,
         হয়ে যাই উদাসিন্য,
তেইশটি বছর আগের এক মধ্যাহ্ন।


এসেছিলে তুমি,যেন রুপ ভিন্ন
যাবে চলে,রেখে সব চিহ্ন।
আকাশটাও ছিল অদ্ভুত মেঘাচ্ছন্ন,
ব্যথাতুর বিষণ্ণ মন হয়েছিল ক্ষুণ্ণ।
*
আমি ক্ষয়িঞ্জু সূর্যের মত করেছিলাম পূর্ণের সাধন
শ্রাবনের মেঘের ডাকে তুমি করনি শ্রবন
তোমারই তীক্ষ্ণ পায়ের পথন
তবে  বিঁধল বুকে শুলের মত
চিত্ত করেছো ক্ষত-বিক্ষত।


তেইশটি বছর কেটেছে-আর কত?


আমি আত্নমানে যতি দিব,
বিষাদ বিধুর লগ্ন যত,ঘোলায় দিব।
মরীচিকার অন্তরালে সস্তি পাব।
দুঃসাহসী হয়ে আমি তোমার কাছে যাব,
করজোড়ে তোমায় মাঙ্গব!
আমি- তুমি আগের মত হব।