তোমার কথা ভাবি না আমি ততকাল,
আমার আকাশে তারা উঠেনি যতকাল।
পূঞ্জিভূত করে রাখা হয়নি সে সাল।
মনে বেধেছে মাকড়শার ঝাপসা জাল।


মনে পড়ে না,
তোমার আমার স্নিগ্ধ একটি সকাল।
                        সেই সকালের শুভ্র ঘাস।
ছড়াইয়া দিতে রংবেরঙের আলোক রশ্মি,
                        আহ! সেই রশ্মির কি প্রয়াস!
মনে পড়ে না,
একফালি চাঁদের ন্যায় বাকা তোমার ঠোট।
                             সেই ঠোটের হাসি।
আজ কানে বাজেনা কোন ছুট।
                              সেই ছুটের বাশি।


মনে পড়ে না,
তোমার আমার প্রথম চুম্বন।
                            সেই চুম্বনের স্থায়িত্ব।
সাক্ষী ছিল গোলাপ,রজনী,আর চন্দন।
                             ওদের আজ নেই অস্তৃত্ব।


মনে পড়ে না,
হাতে-হাত রেখে দেখা অমাবস্যা রাতের তারা।
                             সেই তারার ঝিকিমিকি।
লজ্জাবতী গাছের ন্যায় ঘোমাটা দিতে তুমি।
                            সেই ঘোমটায় গুটিসুটি।


মনে পড়ে না ইশ্বরের দান আমার জনম।
তোমায় ভালবেসে দেয়া একটি কদম।
আমি তোমার কথা ভাববো আর কতকাল?
তোমায় ভেবে আমি হয়েছি এক মহাকাল।।