অকালে লাল হয়ে যাওয়া
আমার ঐ কুশ্রী চোখে,
মায়ার কোন রেখা নেই।
ধুকধুক করা আমার ঐ বুকে
ক্রন্দনের কোন আভাষ নেই।
জানো-
   আমার কোন দুঃখ নেই!


ইচ্ছে ছিল আকাশ হয়ে ঝরাবো বারি
সূর্যটা আজ করেছে আড়ি
মেঘটাও যে ঝরছে ভারি
তবুও তুমি এক নারী,
  গেছ আমায় ছাড়ি।
জানো-
  আমার কোন দুঃখ নেই!


ইচ্ছে ছিল সাম্রাজ্য গড়ি
সাজাবো তোমায় করে অপ্সরী
দিবো অজানায় পাড়ি।
কে জানত,তোমারি কি সুখে?
যাবে আমায় ছাড়ি।
জানো-
আমার কোন দুঃখ নেই!


দেখে আমার ঐ উষ্ণ লাল চোখ
মায়া কান্নায় জড়াবে কি তুমি
ভাসাবে কি তোমার ঐ বুক
তাতে হবে কি আমার সুখ?


আমি একাকীত্বের পাহাড় গড়েছি।
সহস্র নির্ঘুম রাত কাটিয়ে
জোৎস্নাকে জানিয়েছি বিদায়!
বলবো -
আমার কোন দুঃখই নাই!
   শাওন