যখন তুমি বার্তা পাঠাও "ক্যামন আছো?"
মন আকাশে মেঘ্ রা নামে ...বলে, নাচো!
উড়তে থাকো রোদের সাথে, ভিজতে থাকো ধী্রে......
মেঘ গুড়গুড় ,রোদ ঝলমল হৃদয় টা পাই ফিরে।
সত্যি আমি ক্যামন আছি,ক্যামন থাকতে পারি!
আমিতো নই অবুঝ-সবুজ,আমি এখন নারী-
ঘর করছি ,সংসারেতে পুরোটা দেই প্রাণ,
প্রিয় কোন সুরে ডুবে শুনি না তো গান                                                                                                                                    
এদিক সেদিক মন্ টা যাবে ,তেমন সুযোগ কই!
ঘরকন্নার অন্য কাজ আর রাঁধছি অবশ্যই......
বিলাস আমার রান্নাঘরে, বিলাস প্রাত্যহিকে-,-
গোপন মনের ইচ্ছের রং বরাবরই ফিকে!
ক্যামন আছি,সত্যি আমি ক্যামন থাকতে পারি-
আমাকে যে জড়িয়ে আছে বারো হাতের শাড়ি
ক্যামন আছি ,ভুলেই থাকি রাত্রি এবং দিন-
তোমার একটা বার্তা এসে ,করেছে স্বাধীন।                                                                                                                                                            

তোমার একটা বার্তা এসে......করেছে  স্বাধীন।