দু'চোখের অশ্রু
জমা করে রেখেছি
অতি যতনে
হৃদয়ের অতল গহীনে।

জানি তোমাকে একদিন
ফিরতেই হবে
শূন্য এই প্রান্তরে।

সে দিন না হয়
জমানো অশ্রু ফেরত দিয়ে
চলে যাবো চিরতরে
দূর দিগন্তে !