জীবন যুদ্ধ নয়তো সোজা,
হেরে গেলে সকলের কাছেই বুঝা।
কাল যে ছিল তোমার একান্ত আপন,
পর হবে সে যদি হয় জীবনে ছন্দপতন।


দুঃসময় যখন আসে জীবনে,
ধৈর্য্য ধরতে হয় নীরবে আপন মনে।
পরাজয় মানেই সব কিছু শেষ নয়,
এই বিশ্বাস মনে গভীর ভাবে লালন করতে হয়।


সাময়িক অন্ধকারে হয়তো ঢেকে গেছে জীবন,
দৃঢ় মনোবলে ভয়কে জয় করলে আলোকিত হবেই ভুবন।
চলমান জীবনে উত্থান পতন আসবেই বারে বারে ,
ঠিকে থাকতে হবে ইস্পাত কঠিন মনের জোরে।