এক টুকরো মেঘ

ভেসে বেড়ায় বেশ


মেঘ কই ! ও পাখি-

জানলা তে চোখ রাখি


জানলা কোথায় পেলে

হাট খোলা দরজা তে


হাট বললেই হাট?

সেতো শুক্র বারে বসে


বসবে কখন শুনি?

ফুরসত কি পেলে?


শুনবে এখন গান?

ফিরে এল প্রাণ?


প্রাণ নয় সে নদী

বইছে বারো মাস


মাস বুঝি শেষ হলো

মাসকাবারি এনো


আনবে কিসে শুনি?

সেতো যাবার দিন গোনে


যেতে যেতে যদি

তাকেই দেখতে পেলে


সে যদি হয় সে ই

চোখের পাতায় থুই


চোখের কোণে জল

দীঘি টলমল


দীঘির বুকে পদ্ম

তুলে আনলে ই পদ্য