ঈশ্বর তুমি থাক কোথায়
পায়নি খুজে মূর্তি পূজায়॥
বেদ এসেছে আকাশ থেকে
সূর্য্যো ডুবে পশ্চিম দিকে,
আকাশ হলো তোমার তরী
তুমি বিনে পাপে পড়ি॥
সব দেবতার বড় তিনি
তার চেহারায় মানুষ ধনী॥
সব ধর্মের আদি যিনি
তাকেই আমরা ব্রহ্মা বলি॥
জার জার ধর্ম তার তার কাছে ভাল
কৃষ্ণ কেন এতো কাল
বেদে আছে চার জনের নাম
ব্রহ্মা,বিষ্ণু,ইন্দ্র,স্বরসতী তাদের প্রতি আমার প্রণাম॥