আজকের শহর কালকের শহর
তাতে আছে অনেক তফাত।
গাড়ির বদলে ছিল তখন,
গড়ুর গাড়ির অভাব।
আজকের শহরে দেখি কত?
রং,বে রঙের গাড়ি।
চাঁকাগুলো চকমক করে,
টায়ারের জন্য ভারি।
আজকের শহর জাক জমকে,
উঠেছে আলোয় ভোরে।
আগের শহর উল্টে পাল্টে,
গড়েছে অবাক করে।
আজকের শহর দেখতে সুন্দর,
গড়েছে মুজিব কন্যা ডিজিটাল সোনার বাংলাদেশ।
সবকিছুর পেছনে রয়েছে,
গরীব দুঃখির ক্লেশ।
আজকের শহর কালকের শহর,
তাতে আছে অনেক তফাত।
আজকের শহরে চলতে ফিরতে।
নেই তো,গাড়ির অভাব।