ভাষা থাকে মা-কে ছুঁয়ে
কোলের উষ্ণতায়
অনুভূতি চড়ুইভাতি
মন উপত্যকায়


কিংবা কোন চেনা পথে
হারিয়ে যাওয়া মুখ
ধূলোর মধ্যে ঘাস পাতায়
অরণ্যে উন্মুখ


উন্মুখ বট ঝুরির ভেতর
সোঁদা স্মৃতিপট
কঠিন পাথর শেওলা বুকে
বর্ণ লপিতট


লিপিতটে শুক্তি রঙিন
সফেন বেলাভূমি
জ্যোৎস্নায় কুয়াশায় কথা
জোনাক চূর্ণী


জোনাক আলো রাত পাতায়
অক্ষর ছোঁয় উড়ান
ধ্বনিসুর জুড়ে ঝিঁঝিঁরব
নিশিডাকে বনঘ্রাণ


বনঘ্রাণে মেশে প্রশ্বাস
ঘাসরস কথা নির্যাস
মাটিকোল, স্নিগ্ধ আদর
বর্ণে অনুপ্রাস ।
(বাংলাদেশ এবং আসামের মাটি বুকে বাংলা ভাষার জন্য রক্ত ঝরানো অমর শহীদদের উৎসর্গে, এই আমার অতি সামান্য প্রচেষ্টা এবং প্রণাম )