ভালো লাগে আলাপে
হোক না সে কবিতায়...
অন্যবাসের গন্ধ নিয়ে
আসে আর একটা দিন


আমার থাকা তো
ছোট্ট পাতায়
অবসরশীত মেখে,
হিম বসে থাকা.....
অনন্ত গহ্বরের দিকে
শুধুই স্থির চেয়ে থাকা


সূর্য ওঠেও বা
কামনার রদ্দুর নিয়ে
কিছু তার মেঘ রাঙাতেই শেষ
কিছুটা বাতাসের প্রবাহে


এই শীত সন্ধ্যায়
কবিতা আলাপ দিয়ে
কিছুটা হলেও তো ওম্ ছড়ায়
আরও কিছু ক্ষণ
বাঁচার আয়ু পায় উত্তাপ।