"তামাক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক"
উজ্জ্বল বিজ্ঞাপনের স্বীকারোক্তির পাশে
ত্রিভঙ্গে ধোঁয়া সাথে খেলে
সভ্যতাপৃষ্ট এক মানব।


আত্তীকরণে গূঢ় শারীরিক কৌশল
মুখ নিঃসৃত ধোঁয়াকুন্ডলী
ঘূর্ণিচূর্ণ মিশে যাচ্ছে হাওয়ায় ......
ঘোর লাগা দৃষ্টি, মুহূর্তের বাতাস
ভাসায় ধোঁয়া চাকা - ছোট, বড়,মাঝারি।
শরীরী ভারসাম্য পরিত্যক্ত গ্যাসবাতির দেহকাণ্ডে ,
আনত বাম এবং ডান পায়ের কৌণিক ভাঁজে বিমূর্ত রূপ ।


তর্জনী ও মধ্যমায় ধরা মোলায়েম কৌশলে
ভাঁজহীন নেশানেশা নরম কাগজ।
শুধুমাত্র সরীসৃপ আগুন ফোঁটা এগিয়ে ঠোঁটের
একটু আগে ছোঁয়া দিল - দিল তাপের চুম্বন।
পরিতৃপ্ত আবেগ - মানবীয় চিবুক, কপাল ও
ভ্রু -সন্ধির মাঝে নৃত্যরত।


গলিত ধূম্র ধবল অবশেষ, নেশাতুর অহঙ্কার
উড়ে গেল আকাশ ভাঁজে, ছিন্ন মেঘ শরীরে।
অনেকের মত সেও কলঙ্কিত বায়ু ভক্ষণে উদার,
বিধিসম্মত সতর্কীকরণে পীরিত নেশায়।
কোন সহকারী ছাড়পত্র নেই
মানুষী উৎকীর্ণ পোশাকের আড়ালে।


- হৃদয় বিদীর্ণকারী ব্যাধিশর
- ক্যান্সার রোগাকৃষ্ট জীবাণু আগ্রাসন
- নিকোটিনক্লীষ্ট জারক রস
কোন গ্লানিই বিদ্ধ করে না তার নেশাপ্লুত কামনা বলয়,
নিদাঘ কুয়াশা বেষ্টনীর নেশাঙ্গনে
রোমে রোমে হাতছানি।


স্বচ্ছ সেলোফেন মোড়া আয়তকার বক্সে জমাট নেশা
প্রেম লালিত বাম মুঠোয় তার সহজ বিচরণ
প্রতিটি আঙ্গুলের অভ্যস্ত নাড়াচাড়া
জিভ, ঠোঁটের মলিনতা চেটে নেবার জৈবিক কামনায়
প্রাক্ তৃপ্তি।
কামতাড়িত ডান তর্জনী ও বৃদ্ধাঙ্গুষ্ঠের মিলিত চেষ্টা
ছিঁড়ে নেয় রূপোলী পর্দার আভরণ।
চৈত্রের মেঘসাদা শরীর, প্রান্তে তুলোর বুনোট
এক শৈল্পিক নিদর্শন হয়ে,
উঠে আসে ঠোঁট বিভাজনে।


আগুন ফুলকির ছোঁয়ার মাঝে, সামান্য অপেক্ষা!
এদিক ওদিক ঠোঁট চালনায় আলতো গড়িয়ে যাওয়া,
ওপর নীচ ওঠা নামার নির্বেদ আনন্দ
মানষ দুই চোখের কোণে,
কপালের বিভাজ রেখায়,
আর বিস্ফারিত নাসারন্ধ্রে।
ততক্ষণে দু'হাত মুঠোয় ধরা পৃথিবীর বায়ুমণ্ডলকে ফাঁকি দিয়ে
আগুন ফুলকি ছুঁয়ে গ্যাছে নেশাতুর কৌমার্যকে।


এবার শান্তি !
সরকারি বিধি নিষেধ
উর্দির আস্ফালন ...
শিক্ষা, সংস্কৃতি, সভ্যতার ধ্বজা
বিচার ক্ষেত্র
সকল বিষয়ের আড়চোখে চাওনির মধ্যে লেখা হবে
ওম্ শান্তি... ওম্ শান্তি... ওম্ শান্তি !