ভালো নেই জল-মাটি-আকাশ
ছিন্ন শরীর -
বাঁকে বাঁকে ক্লেদ ময়লা ধূলো
নষ্ট কুয়াশা ঝরে শিথিল ঘাসে
বিন্দু বিন্দু ফোটে
পেলব কিন্নরী বুকে,
পান্নাদ্যুতি আকাশ গঙ্গা
ঝরে পড়ে
কিশোরীর শরীরী আঘ্রাণে।


ভালো নেই উষ্ণ ধরা
নুড়ি শ্যাওলায় আঁচড়,
গগন মেঘ - নিকষ কালো
ঝুলে থাকে ছুঁয়ে থাকে
নরম নাভিবিন্দু অঙ্কুর বীজে ।
নীহার কণায় আকন্ঠ লেহন
ভেজা আলজিভ,
শিক্ত গ্রন্থী বেয়ে নামে-
নামে অবসাদ
ধূলায়ীত মরুময় শ্বাপদের নোখে ।


ভালো নেই আকাশবুক
সুখ-তারা
ঘন আঁঠালো রাত ঝরে পড়ে
গুঁড়ো হয় - শিশির শিশির
নীহারিকা বিচ্ছুরণ,
নীলায়িত বিষন্ন ফোঁটা
চোখ, মুখ, চিবুক -ছুঁয়ে ছুঁয়ে
প্রচ্ছায়া মাখে ।
আগ্রহী ঘাষ ফুল, পাতাঝোপ,
নুনবারি গড়িয়ে গড়িয়ে অলীক পথ।


ভালো নেই পৃথিবীর
সবকটি নারী মুখ
নোনাজল ভরা অক্ষিকোটর
মিসর, নদনদী, আরাকান
পিরামিড, গুলস্থান-সিন্দু-সাগরে।
মেঘ শাবকের চঞ্চল হাতে
মুঠো ধরা অকারণ নিনাদ -
------------------------
------------------------
খোলা আকাশ নীচে
বিধ্বস্ত ঘাষ ফুলে
মাটি ছুঁয়ে পড়ে মানুষী অবয়ব
ধ্বস্ত, ছিন্ন - রক্তিম ।।