সাঁকো নড়ে যায়
সাঁকো সরে যায়
দুর্গম নদীপথ
ওপারের মাঝে কু-আশা দানা
বালিভেদ
রূপ দেয় নগ্ন জীবন
বালুচরে জানু পেতে
কে ডাকে ঐ .........
ঢেউ ভেঙ্গে দেয় স্বর
বাতাসে প্রতিশব্দ
মোহনা,   মো...হো...না...
জল ছুঁয়ে নোনা স্বাদ
ঢেউয়ের বলয়
পলকে ছিন্ন করে সাঁকো
মিলন সাঁকোর ভগ্ন শরীর
ওঠে নামে নিঃশ্বাস ভরা বুদবুদ
মোহনার আঘ্রাণে ভারী বাতাস
ঘূর্ণি নুন জলে
ক্ষয়ে যায় আয়ুদীর্ঘ অঙ্গ প্রত্যঙ্গ ।।