সময়ের ঘন্টা ধ্বনিকে
সাক্ষীর কাটারায় তোলা
চলছে বেলা অবেলা
জন্ম মৃত্যুর খেলা।
পথের সন্ধান দিয়ে
পথিকের অবিরাম পথ চলা
ব্যস্ত পৃথিবীর বুকে বসায়
সুখ দুঃখের মেলা।
সময়কে থামাতে গিয়ে
পথিক পথ হারায়
অভাগার সাগর বরাবরই
শুকিয়ে কাঠ হয়।
উটের ধরা মাছ
খাটাশ ভাগ পায়
চোরের মা বড় গলায়
প্রতিনিয়ত ঝগড়া চালায়।
কাকের বিশ্রি সুর
কোকিলকে ভুলতে বাধ্য করায়
প্রবীনকে নিঃস্ব করে
নবীন হারিয়ে যায়।
পিপড়ে পিড়িতে বসে
হাতিকে পাটি দেয়
চোর ডাকাত বিচারক সেজে
ভালো মন্দের বিচার নেয় ।
শুধুই হ য ব র ল
লোকে করে হায় হায়
দিন রাত এক হয়
মুক্তির অপেক্ষায়।