অজপাড়া গাঁয়ের এক
শান্ত সুবোধ  ছেলে
আশায় বুক বেধে
ব্যস্ত শহরে চলে।
দোস্ত বলেছিল
চাকরি দেবে
অফিসের দামি এক
গাড়িও দেবে।
সেও মানুষ
দেখে রঙ্গিন স্বপ্ন
ভালো মাইনে পেয়ে
কিনবে দামি রত্ন।
দোস্তের দেখা হলে
বুকে জড়িয়ে ধরে
চাকরির কথা এলে
চলে যায় দাম দরে।
দোস্তকে বলে সে
নাই যে  টাকা
দোস্ত রেগে গিয়ে
মুখ করে বাঁকা।
পকেটে ছিলনা তার
একটাও টাকা
ঢাকা শহরে আর
হলনা থাকা।
সবার মুখে শুনি
টাকা আর টাকা
টাকা ছাড়া পৃথিবীটা
লাগে বড় ফাঁকা।