আজও ভুলিনি তোমায়
কী করে ভোলা যায়?
ডুবে যে মরেছি
ভালোবাসার ঝর্ণা ধারায়।
ভোলা যেত
যদি পৃথিবীটা পশ্চিমে নয়
পূর্বে ডুবে যেত
সাগর তার জলরাশি
নদীকে খাজনা দিত
রাজা প্রজার ঘরে
ডাল ভাত খেত
পৃথিবীটা স্বর্গ হত।
আজও ভুলিনি তোমায়
ভোলা যেত
যদি আকাশে একটি নয়
অসংখ্য চাঁদ হত
রাত  আর দিন
দুই হাত হত
হিমালয় পর্বত
মাটিতে মিশে যেত।
ভোলা যেত
যদি কুৎসিত কাকটা
সুশ্রি সাদা হত
বাঘে মহিষে
এক ঘাটে পানি খেত
তোমার বসবাস
অন্য ভুবনে হত
নরক ধ্বংস হত।
আজও ভুলিনি তোমায়
বসন্ত চলে যায়
  ফিরে এসো প্রিয়
কোন এক বর্ষায়।