আমি বদলে গেছি
চশমাটা চোখে দিয়ে
শ্যুট টাই পড়ে
আধুনিক হয়েছি
তবুও উপহার হিসেবে
তোমার ঘৃনা কুড়িয়েছি।
লোকে এখন আমায় বলে না
ঘরমুখো গাইয়া চুনোপুটি
ব্যস্ততাগুলোর ছুটি দিয়ে
আমি প্রখর রৌদ্রেও হাটি
উপযাচক হয়ে অন্যের সাথে
হাসি ঠাট্টায় মেতে উঠি।
আমি গল্পের বই ফেলে
রাত জেগে কবিতা পড়ি
ছন্দহীন কবিতা লিখে
ডজন ডজন কলম ভাঙ্গি
সত্যি বলছি প্রিয়
আমি বদলে গেছি।
পৃথিবী থেকে সূর্যের ন্যায়
হয়তো তুমিও অনেক দুরে
বিশ্বাস কর বা নাই কর
তুমি আজও আছ
থাকবে অনন্তকাল
আমার সমস্ত হৃদয় জুড়ে।