প্রিয় বনলতা
আশা করি ভালো আছ। অবশ্য ভালো থাকার কথা নয়। হাসপাতালের ছোট্ট কেবিনে দিন রাত শুয়ে শুয়ে কেউ ভালো থাকতে পারে না। কারাগারের কয়েদিদের ন্যায় তুমি আজ বন্দি। আমি উকিল হলে তোমাকে অনেক আগেই মুক্ত করে দিতাম। জানো বনলতা, আমি কালির মেলায় গিয়েছিলাম। তোমার জন্য সাদা রঙ্গের একটা খরগোশ কিনেছি। তুমি শত চেষ্টা করেও আমাকে কখনো মন্দিরে নিয়ে যেত পারোনি। মন্দিরে মানুষ কেন যায় বা গিয়ে কী করে তাও জানিনা। তবে আজ মন্দিরে গিয়েছিলাম। মন্দিরের দেবতার কাছে মাথা নত করে তোমার দীর্ঘায়ু কামনা করেছি। বারবার বলেছি ঠাকুর ওকে সুস্থ্য করে দাও। ভাবছ অনলাইনের যুগে কেন চিঠি লিখছি? চিঠিটা শুঁকে দেখ আমার গঁন্ধ পাবে। এক অন্য কুয়াশাকে খুজে পাবে। তুমি আরও অবাক হবে শুনে, আমি জুয়া খেলা ছেড়ে দিয়েছি। তারাতারি সুস্থ্য হয়ে উঠ। তোমায় নিয়ে নতুন একটা খেলা খেলবো। যার নাম দেব প্রেম খেলা। ভালো থেক বনলতা। গঙ্গা স্নান করেই তোমার কাছে ফিরবো।
ইতি
কুয়াশা