বেলা তুমি শুনছ
সূর্যের মুচকি হাসিকে উপেক্ষা করে
অসময়ে আকাশটা কাঁদছে
তুমি জলকেলি করবে বলে।
এক গুচ্ছ মেঘ এসে
চাঁদের আলোকে অপহরণ করেছে
তুমি মোমের আলোয়
ঘর সাজাবে বলে।
বেলা তুমি শুনছ
কবির কাব্য ভরপুর হয়েছে
সহস্র হাজার ভুলে
তুমি সাড়া দাওনি বলে।
আধবুড়ো লোকটা প্রতিরাতে
বিশ্রি সুরে গান ধরে
তাল লয় সব ভুলে
তোমায় জয় করবে বলে।
বেলা তুমি শুনছ
আমি আজও বসে থাকি
সেই বকুল তলায়
শীত গ্রীষ্মের প্রতিটি বেলায়।