আমি আজও কাঁদি
রক্ত ঝড়া একুশের স্মরনে
রফিক জব্বারকে হারিয়েছি
বাংলা ভাষার পুনর্জনমে।
শহীদ মিনারে ফুল দিয়ে
স্মৃতির সাগরে ভাসি
কুটিল জিন্নারা আজও আছে
আছে সেই হিংস্র হাসি।
আমি আজও কাঁদি
মায়ের হৃদয়ের রক্তক্ষরণে
আজও রাত জেগে বিলাপ করে
সন্তানের স্মরনে।
দূর্বার তারুন্যকে  খুজি
ঈশ্বর ভক্তি করে
শোকের রুপান্তর করতে চাই
শক্তিকে ভর করে ।
আমি আজও কাঁদি
রক্ত ঝড়া একুশের স্মরনে
আমি হাসতে চাই
নতুনত্বের বরণে।