অভিধানের পাতা উল্টে
সহস্র নাম থেকে
একটি নাম বাছাই
শুনতে বাজখাই।
নীরব কেন সখি?
নাম দেইনি তাই
তোমার সৌন্দর্যতুল্য নাম
জগৎ সংসারে নাই।
পদ্ম ফোটে পুকুরে
পঙ্কজ জন্মে পঙ্কে
তোমার সমুদ্রসম হৃদয়ের স্থান
চিরস্থায়ী সুখের স্বর্গে।
পথিকের অগ্রযাত্রা পথে
নাবিকের অভিযান নদে
তোমার বিচরণ সর্বত্র
উত্তর-দক্ষিন মেরু প্রান্তে।
বৃষ্টির অবিরাম বর্ষন বর্ষায়
চাদের জোৎস্না পূর্ণিমায়
তোমার মুক্তো ঝড়া হাসি
দিবা রাত্রি প্রতি সন্ধ্যায়।
নীরব কেন সখি?
নাম পাওনি তাই
তোমার নাম দিতে আমি
জ্বলে পুড়ে ছাঁই।