বেশ্যার ঠোটের লিপিষ্টিকের মত লাল
রক্তিম আভায় মেতেছে সূর্য
এনেছে ব্যর্থ প্রেমিকের বুকে
হারানো প্রেমিকাকে পাওয়ার
এক অন্তিম প্রয়াস।
যা কিনা বর্ষার মেঘের দ্বারা
ডুবন্ত সূর্যের ন্যায়
নিমিশেই শেষ হয়ে যায়
হৃদয়কে ভেঙ্গে তছনছ করে দেয়
কালবৈশেখি ঝড়ে  ভাঙ্গা বৃক্ষের মত।
পুঞ্জীভূত সহস্র বছরের
কামনা বাসনায়
মরিচা আকড়ে ধরে
পিছুটানকে চিতায় ভস্ম করে
যাত্রা  তার ধূসর মরূপ্রান্তরে।
চলছে সে ধিরালয়ে
ব্যস্ততা লুন্ঠিত হয় পায়ের ধুলোয়
যাত্রা লোকালয়ে নয়
দুর্গম মহাকালের পথে
যেথায় মৃত্যুঞ্জয় খেলা করে।